বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৯:০৭ পূর্বাহ্ন

ই-পেপার

করোনা মোকাবেলায় আগৈলঝাড়া পুলিশের উদ্যোগে মসজিদে নামাজ পড়–য়াদের হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ৮ মে, ২০২০, ৯:৩১ অপরাহ্ণ

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
করোনা ঝুঁকি মোকাবেলায় আগৈলঝাড়া থানা পুলিশের উদ্যোগে জুম্মার নামাজ আদায় করতে আসা মসজিদে মসজিদে মুসুল্লীদের স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ দূরত্ব বজায় রেখে নামাজ আদায়ের নির্দেশনা প্রদান করে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করা হয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদ চত্তরে পুলিশ সদস্যরা অবস্থান করে মসজিদে নামাজ আদায়ের জন্য আগত মুসুল্লীদের স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ দূরত্ব বজায় রাখার উপর গুরুত্বারোপ করেন আগৈলঝাড়া থানা অফিসার ইন চার্জ মো. আফজাল হোসেন।

এসময় মসজিদে আগত সকল মুসুল্লীদের হাত জীবানুমুক্ত করতে হ্যান্ড স্যানিটাইজার ও সব সময়ে ব্যবহারের জন্য মাস্ক বিতরন করেন তিনি। একই সাথে উপজেলার বিভিন্ন মসজিদের মুসুল্লীদের স্বাস্থ্য সুরক্ষায় পুলিশ সদস্যদের মাধ্যমে একই পদক্ষেপ নেয়া হয়েছে বলেও জানান ওসি মো. আফজাল হোসেন।

উপজেলা কেন্দ্রীয় মসজিদের সভাপতি আবু সালেহ মো. লিটন পুলিশের এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে করোনা মোবাবেলায় সকল মুসুল্লীদের সরকারের স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর