হচ্ছো তুমি অনেক বড়
কোন কিছুর অভাব নাই।
লোভের নিশায় পইড়া তুমি
করছো মনে যা চায়।
বাবা-মা তোমার অনাহারে
বৃদ্ধাশ্রমে থাকে,,,,,,,,,,,,,,,।
একটু খানি খোঁজ রাখোনা
পড়ের মেয়ে এনে।
ধন সম্পদ সবি বৃথা
মা-বাবা কষ্ট পেলে।
যতোই তুমি সাধন করো
হজ্ব করো শহরে গিয়ে
মা-বাবার চোখের জলের
দাম দিবে কী দিয়ে।
এই যাহানের সব থাকিতে
কিছুই তোমার নাই।
থাকতে সময় সাধন করো
মা-বাবা কী চায়।