সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
হিন্দু সম্প্রদায়ের মেয়ে হয়েও দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছি- আটোয়ারীতে বিএনপি নেতা নিপুন রায় চৌধুরী “প্রশাসনের কড়াকড়িতে স্বস্তি ভাঙ্গুড়ায়” দখলদার ও ভেজালকারীদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানে বদলাচ্ছে চিত্র কোকোকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ায় দেবোত্তর ইউনিয়ন বিএনপির প্রতিবাদ বিক্ষোভ সলঙ্গায় ট্রান্সফরমার প্রতিস্থাপনে বিদ্যুৎস্পর্শে দিনমজুরের মৃত্যু নাগরপুরে ব্যাটমিন্টন ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়ি থানা পরিদর্শনে বান্দরবান পুলিশ সুপার গোপালপুরে বৈরাণ নদের হাটবৈরাণ ব্রিজ ঝুঁকির মুখে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে মানুষ আলীকদমে ম্রো ও ত্রিপুরায় সংঘর্ষে  ৬ জন আহত, ঘটনাস্থলে সেনাবাহিনী

বৃদ্ধা শ্বাশুরিকে ১৩০ কিলোমিটার দুরত্বে ফেলে পালিয়েছে পুত্রবধূ

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি বরিশাল:
আপডেট সময়: মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২, ৮:১৬ অপরাহ্ণ

৬৫ বছর বয়সের বৃদ্ধা শ্বাশুড়ি মাজেদা বেগমকে মহাসড়কের পার্শ্বে ফেলে রেখে পালিয়েছে তার পুত্রবধূ। বৃষ্টিতে ভিজে অসুস্থ্য হয়ে পরেন ওই বৃদ্ধা। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পরলে তাকে (বৃদ্ধা) উদ্ধার করে মধ্যরাতে হাসপাতালে ভর্তি করেছেন সরকারী কর্মচারি শিপন হাওলাদার।
ঘটনাটি বরিশাল-ঢাকা মহাসড়কের পাশ্ববর্তী গৌরনদী উপজেলার বাটাজোর হাইস্কুল সংলগ্ন এলাকার। স্থানীয়দের বরাত দিয়ে মঙ্গলবার সকালে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কর্মচারী শিপন হাওলাদার বলেন, সোমবার বিকেলের কোন একসময় ওই বৃদ্ধাকে রাস্তার পাশে বসিয়ে রেখে কৌশলে পালিয়ে যায় তার পুত্রবধূ। পরবর্তীতে বৃষ্টিতে ভিজে মাজেদা বেগম অসুস্থ হয়ে পরেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে স্কুল মাঠের পাশের একটি ঘরে বসবাসরত অপর এক নারীর সাথে রেখে আসেন।
শিপন আরও বলেন, সোমবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বৃদ্ধার খবরটি দেখতে পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছে অসুস্থ অবস্থায় বৃদ্ধাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃদ্ধা ওই নারী তার বাড়ির ঠিকানা বলেছেন পটুয়াখালীর দশমিনা উপজেলায়। সে হিসেবে দশমিনা থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরত্বে ওই বৃদ্ধা নারীকে ফেলে রেখে পালিয়েছে তার পুত্রবধূ। বৃদ্ধা নারী নিজের নাম মাজেদা বেগম স্বামীর নাম মৃত চাঁন মিয়া ও শাহ আলম নামে তার একটি সন্তান রয়েছে বলে জানিয়েছেন।
মঙ্গলবার দুপুরে উপজেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. তৌকির আহম্মেদ বলেন, গুরুতর অসুস্থ্য অবস্থায় বৃদ্ধা নারীকে সোমবার মধ্যরাতে হাসপাতালে নিয়ে আসা হয়। তার শরীর অনেকটা দুর্বল। চিকিৎসার পর সে এখন অনেকটাই সুস্থ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর