যা ভাবি তার উল্টো হয়
কেমন করে করব জয়।
হচ্ছে শুধু জীবনের ক্ষয়
এখন যে হয় বড্ড ভয়।
সমাজ আজ উল্টো দিকে
মানুষ মরছে ধুকে ধুকে।
মুখে তবুও শুকনো হাসি
পেট যদিও থাকছে বাসি।
বন্ধু বান্ধব আত্মীয় স্বজন
দেখছে মজা লুকিয়ে ক’জন।
কাজের ফাঁকে হচ্ছে দেখা
চোখেমুখে দুঃখের রেখা।
ভাবছিনা নাতো গভীর ভাবে
দিনগুলো তাদের কেমনে যাবে।
স্পর্শকাতর অনেক বিষয় নিয়ে
না ভেবে চলছি ফাঁকি দিয়ে।
এমনি ভাবে চলছে সমাজ
লোক দেখানো করছে কাজ।
নিজের ধান্দায় ব্যস্ত সবাই
সকাল দুপুর মুরগী জবাই।
আনন্দের যেন ধুম পড়েছে
ধান্দাবাজরা লাইন ধরেছে।
খাবে তারা সুযোগ পেলে
পুরোপুরি দেশটাকে গিলে।