আমি বাঙালি বাংলা ভাষা আমার অলংকার
অথচ সেই অলংকারবিহীনভাবে এখনো শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাই।
কারণ আমিতো বাঙালি,
যেখানে মিসে আছে হাজারও রক্তাক্ত মাটি ও শহীদের রক্ত।
এই বাংলাকে আমি ভুলতে পারি না
না হয় হৃদয় থেকে মুছে দিতাম এই বাংলা কে
চলে যেতাম ভাষার অন্য কোনো নগরে।
আমি তো বাঙালি
বাংলা ভাষার বেড়া ছাউনিতে আমি আবদ্ধ
অনেক কথা ও ভাষার ঈঙ্গিত আমার জানা আছে
একেবারে গন্ড মূর্খ নই আমি
ভাষার রাজ্য আমি রাজাই ছিলাম
কিন্তু সমাজে আমি এখনো প্রজা হয়ে ঘুরি।
শহীদদের কাছে এখনো আমি আরেকটি ভাষা আন্দোলন চাই।
আমি হাসি মুখে ফুল নিয়ে যেতে পারি না তাদের কাছে!
ভারাক্রান্ত দেহ বিষাদ মন দুঃখ কষ্ট ফুলের মাধ্যমে সঁপে দিতে যাই তাদের কাছে।
বিকৃতকণ্ঠ বোবা হয়ে ভাষা দিবস পালন করতে যাইনি আমি।
আমি আরেকটি ভাষা আন্দোলন করে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে চাই।
যদি থাকতে হয় জবানবন্দি মুখে দিতে হয় তালা,
বৃথা যাবে কি শহীদদের রক্ত কেন দিবো গলায় মালা।
বাংলাকে যদি বাংলিশ লেখতে পারো ইংলিশ কেন নয়,
দেখাও আমাকে কোন বাঙালি বাংলিশের জন্য শহীদ হয় |