আমার বাড়ির এক কোনে
খড়ি দিয়ে বাসা বুনি,
থাকতো এক শালিক মনি
আমি তার ডাক শুনি।
হাত বাড়ালে দিতসে ধরা
আদরের ফুল ঝুড়ি,
মাথা পালকে করি আদর
ছিটাই মাটিতে মুড়ি।
ইশারায় করেছি গল্প
উড়ে এসে বসে খাঁটে,
আমার কাঁধে শালিক বসে
যাই দুজনা ঐ মাঠে।
আমি বাঁজার সদাই কিনি
দেখি মানুষের ভিড়,
সবাই সাদা শালিক দেখে
আমরা ফিরেছি নীড়।
সাদা শালিক বিখ্যাত তাই
সবে সেলফি উঠাই,
শিকারীর বন্দুক তাক
তার বাঁচার জো নাই।
শালিক আমার কানে কয়
ঐ পাখিটিকে বাঁচান,
আমি শিকারীকে মানা করি
বেঁচে যায় তার প্রাণ।
এভাবে আমি আর শালিক
পাখির পাশে দাঁড়াই,
আমরা পাখিদের বন্ধু
সমাজে শান্তি চাই।
কবি হাবিবুর রহমান, সিংড়া, নাটোর,বাংলাদেশ।