শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল ইউনিয়নের হালুয়াকান্দি গ্রামে প্রথম মা ও ছেলে করোনায় আক্রান্ত রোগী হিসেবে শনাক্ত হয়েছে। শুক্রবার (৮ মে) সন্ধ্যার আগে মা ও ছেলে করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করে কামারখন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারুক হোসেন।
তিনি জানান, উপজেলার হালুয়াকান্দি গ্রামে সেলিম নামে এক ব্যক্তি স্বপরিবারে গত ২৯ এপ্রিল রাতে ঢাকা থেকে বাড়ীতে আসেন। রাতেই তাদের বাড়ী লকডাউন করা হয়। করোনা সন্দেহ হওয়ায় ৩০ এপ্রিল সকালে সেলিম সহ তার পরিবারের ৫ জনের নমুনা সংগ্রহ করে সিরাজগঞ্জ সিভিল সার্জন অফিসে পাঠানো হয়েছিল।
শুক্রবার (৮মে) ঢাকা থেকে পাঠানো প্রতিবেদনে সেলিমের স্ত্রী (৩৫) ও তার ছেলের সালমান (৮) করোনা শনাক্ত হয়।