মাগো তোমার দস্যি মেয়ে
এখন দস্যি আর নেই,
আগের মত করিনা আর
এখন ধেই ধেই।
তোমার বকা মিস করি মা
শুনতে ভালো লাগে,
কেউ বকেনা এখন আর
তোমার মত করে।
পাঁচটি মিনিট পারতনা
কোথাও স্থির থাকতে,
দিন-রাত সকাল-সাঝ
এখন ঘরেই আমার কাটে।
একটু খানি গরম হলে
আমার শরীর খানি,
সেই থেকে কত তুমি
ঝড়াতে চোখের পানি।
সে সব এখন স্মৃতি কথা
শুধু মনে পড়ে,
তোমার কথা ভেবে মাগো
অন্তর আমার জ্বলে।
কুড়ে কুড়ে খায় গো মা আমায়
তোমার শূন্যতায়,
তুমি ছাড়া মাগো আমি
বড্ড অসহায়।