মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৮ অপরাহ্ন

ই-পেপার

আটঘরিয়ায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে  জখম

মাসুদ রানা, আটঘরিয়া(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২৫ জুন, ২০২২, ৬:২৯ অপরাহ্ণ

আটঘরিয়ার একদন্ত বাজারে র সহোদর  দুই জন ব্যবসায়ী কে প্রতিপক্ষ ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে বলে জানা গেছে।
আহতরা হলো জীবন কুমার কুন্ডু ও নয়ন কুমার কুন্ডু পিতা জিতেন্দ্রনাথ কুন্ডু। ঘটনা টি ঘটেছে  শুক্রবার দুপুর ১২ টার দিকে। তাদেরকে গুরুতর  আহত  অবস্থায়  পাবনা জেনারেল  হাসপাতালে  ভর্তি  করা  হয়েছে ।
 জীবন কুমারের মা জানান আমার ছেলেরা ঐ  সময় দোকান থেকে  বাড়ি ফিরছিল। বাড়ির  পাশে  এসে পৌঁছালে প্রতিবেশী নেপাল তার  স্ত্রী ও মেয়ে টুম্পা রানী পরিকল্পিত ভাবে আমার ছেলে দুটো কে ধারালো অস্ত্র  দিয়ে  কুপিয়ে  জখম করে।
গুরুতর  আহত  অবস্থায়  পাবনা  জেনারেল  হাসপাতালে  ভর্তি  করা  হয়েছে।
মাথায় ৮/১০    টি করে সেলাই করা হয়েছে। অপর দিকে নেপাল কুমার জানান বৃহস্পতিবার জীবন কুমার আমার স্ত্রী কে শ্লীতাহানি করার চেষ্টা করে।
এবিষয়ে  সাবেক চেয়ারম্যান  ইসমাইল সরদার  বিষয় টি র সুরাহা করার চেষ্টা করেন। কিন্তু     ঐদিম কোন সুরাহা হয় না।
জীবন কুমারের মা জানান ঘটনা টি মিথ্যা বানোয়াট। আমার ছেলেকে ফাঁসানোর জন্য এই বদনাম দিচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর