শেষ্ট বাঙ্গালি তো আমরা
দেখার নেই কোন শেষ,
আমাদের চারপাশে চলছে
কত রং এর রং বেশ।
জাতি আজ উচ্চ কন্ঠে বলে
অনেক উচ্চ আমাদের দেশ,
আধুনিক বিদ্যা গ্রহন করে
নষ্ট আজ এই পরিবেশ।
আজ আছে বিভিন্ন দিবস
পতিনিয়ত গায়তে থাকি গান,
ব্যাস্ততার এই ভিরে গিয়ে
হারিয়ে ফেলেছি সব মান।
আজ আমরা অন্ধ জানি
বাইরের মানুষ দেখায় আলো,
বিন্দু মাত্র বুঝার অভাবে
জীবনটা হচ্ছে আজ কালো।
আজ এই আলোকিত প্রহরে
কষ্টকর আমাদের নিঃশ্বাষ,
একদিন হবে সোনালি আলো
এটা আমার চির বিশ্বাস।