ভুয়া ডাক্তার জাফরুল হাসান গোপালপুর উপজেলার আলমনগর গ্রামের আতর আলীর ছেলে।
জানা যায়, জাফরুল হাসান নিজের নাম পরিচয় গোপন করে ডা. মোহাম্মদ তামিম নাম ব্যবহার করে দীর্ঘদিন যাবত চুনারুঘাটের ওই ক্লিনিকে ভুয়া চিকিৎসা দিয়ে আসছিলেন। সে যে আইডি ব্যবহার করেছে, সেই আইডিতে তামিম হোসেন নামে একজন ডাক্তার আছেন। যিনি বর্তমানে মালয়েশিয়ায় আছেন।
জাফরুল ওখানে প্রায় দুই বছর ধরে ভুয়া এমবিবিএস হিসেবে চিকিৎসা দিয়ে আসছে। এর আগে সে ভোলা জেলায় ভুয়া ডাক্তার হিসেবে চিকিৎসা দিয়েছেন। তার বিরুদ্ধে পুলিশ মামলা দায়ের করেছে। এ বিষয়ে জাফরুল জানায়, সে ডিপ্লোমা পাস করে এমবিবিএস চিকিৎসক হিসেবে পরিচয় দিয়ে আসছিল।