বন্যার জল আর অশ্রুজল
করা যায়না ভাগ,
অসহায় রে করো সহায়তা
শত্রুতা করো ত্যাগ।
চোখের সামনে স্বজনের লাশ
নাইরে শুকনো জায়গা,
ভেলায় ভেসে অচিন দেশে
যায় রে যায় অভাগা।
তোর বুকেতে বেড়ে উঠা
নদী রে তুই বল,
ভিটা মাটি কেড়ে নিলি
কেমন তোর ফল?
নদীর জলে ভাসে দেখো
শত শত স্বপ্ন,
তলিয়ে যাচ্ছে সোনার বাংলার
সোনাধারী রত্ন।
দয়াল তুমি করো দয়া
রক্ষা করো মোদের,
আমরা পাপি তোমায় ছাড়া
ডাকবো বলো কাদের?