ক্ষুধার তাড়না তব কহিনু কাহারে,
লজ্জায় ঘৃণায় তব কি জ্বালা আহারে।
হারিয়েছি ক্ষুধা মম তমিস্রা কাতরে,
সভ্য সমাজে নিদ্রায় পড়েছি হাশরে।
মম ক্ষুধার ভোগে সুধা ভাসে যেন রুটি,
সব নিমিষে হাঁকাচ্ছি চোখে গুটি গুটি।
এঁকেছি ক্ষুধার চিহ্ন সব কিছু লুটি,
আমি হয়েগেছি আজি আর্তনাদ জুটি।
আমাকে চিনে না কেহ! আমি এক রিক্ত,
ক্ষুধার তাড়না তব অশান্তের সিক্ত।
সুখের সমাজ থাকো–তুমি খুব সুখে,
অবহেলা পাত্র মোরা থাকি যে নিশ্চুপ,
ক্ষুধা কেন দিলে প্রভু বুকে উঠে ধুপ।
পৃথিবীর সমাবেশ মোদের কি দুখে।।