সাহিত্য সাধনায় আমার পাথেয় যে খুবই অল্প
পারি না তৈরি করতে নান্দনিক ছান্দনিক গল্প।
আমার লেখনির পরিধিও যে স্বল্প
অনেক চেষ্টা তদবির তবু বুনন হয়না কল্প।
হে প্রকৃতি তুমিই বল; তুমি যে শুভাকাংখি
আমি কি তোমার রহস্য মোচনের যোগ্যতা রাখি?
এ যে এক গুরু দায়িত্ব; সাহিত্যকর্ম গুরুভার
সময়ের সাথে পারিনা তাই তো কর্মচিত্র ছিন্ন আকার।
সৃজিয়াছ যত; উপকরণ তত; প্রাণান্ত চেষ্টা যথা
রচিতে পারি যেন সুসাহিত্য সফলতায় তথা।
কামনা আর বাসনা; প্রার্থনায় করি আবদার
তব গুণকৃর্তন হোক আমার পাথেয়; হে পরোয়ার দিগার।