কে বলে তুমি নাই
তুমি আছো আমাদের মাঝে
আঠাঁরো কোটি বিষন্ন হৃদয়ে
তুমি আছো কৃষকের ধানের শীষে
কিষাণীর কোমল হৃদয়ের মাঝে।
কিষাণ মেয়ের টলমল আঁখিপাতে
তুমি আছো স্বপ্নের রাজা হয়ে।
তুমি আছো শিল্পির সুমধুর গানে।
সৈনিকের রুদ্র,রুঢ় প্রানে।
কবির কবিতার প্রতিটি অক্ষরে,
আমার মায়ের নকশী কাঁথার
প্রতিটি সুচের ফোড়ে ফোড়ে।
বাংলার প্রতিটি ঘাসের ডগায়,
মেঘ মুক্ত তারকা ঘচিত নীলিমায়,
তুমি আছো চির অম্লান।
মুটে মজুরের কন্ঠে আজও শুনি তাই
বঙ্গ বন্ধু মরে নাই বঙ্গ বন্ধু মরে নাই।