যে বাবা আজ মাথায় করে
করলো তোমায় পার,
তার কথা কি থাকবে মনে
ওপার গেলে আর?
নিজের জীবন যাচ্ছে ডুবে
ছেলেকে মাথায় তুলে,
ডাঙার খোঁজে পা বাড়ালেন
সব বেদনা ভুলে।
ভাবছে বাবা আমি ডুবেও
বাঁচাই ছেলের প্রাণ,
ও বাঁচলেই দেশ জুড়ে যে
বলবে আমার নাম।
বড় হয়ে বাবার ঘামের
মূল্য দিতে বুঝি,
রাখবে ফেলে অনেক দূরে
বৃদ্ধাশ্রম খুঁজি?
বাবার বাঁধে সবচে ভারী
সন্তানেরই লাশ,
পুত্র হারা বাবা ফেলেন
তপ্ত ভারী শ্বাষ।
রাখবে মনে বাবার কথা
যেও নাকো ভুলে,
করিও না পর তাহাকে
মায়ার বাঁধন খুলে।
#CBALO / আপন ইসলাম