বৃষ্টি বনাম বন্যার খেলা
সিলেট জেলার মাঠে,
জলের সাথে পাল্লা দিয়ে
ঘর-বাড়ি সব ছুটে।
স্কুল ঘরের ছাঁদের উপর
কেউবা বৃক্ষ শাখে,
হাঁস-মুরগি,গরু-ছাগল
জলের ঘূর্ণিপাকে।
ছেলে কোলে নিয়ে মা
আঁখি ভরা জলে,
ছুটে পালাতে নেমে পড়ে
এক কোমর জলে।
চোখের সামনে মরণ দৃশ্য
কাক পাখির ডাক,
বাড়তে থাকে ভয় দ্বিগুণ
সবাই হতবাক।
বৃদ্ধ-শিশু ভেসে যায়
কলা গাছের ভেলায়,
মরা মানুষ ভাসে জলে
শকুন ঠুকরে খায়।
#CBALO / আপন ইসলাম