আগমন হলো ফের
অভিরাম আষাঢ়ের,
অবিরাম পড়ে জল
আকাশের নয়নের।
জমে মেঘ কালো হয়
গগনের ধলা মুখ,
দিবসেই নামে রাত
পেয়ে ভয় কাঁপে বুক।
কদমের শাখাদের
পুলকের সীমা নেই,
শতাধিক ফোটে ফুল
শুধু এক ডালেতেই।
গ্রামে যার বসবাস জানে
খোঁজ শুধু সেই,
ঝরে রূপ ফুলেদের
সাধারণ হাসিতেই।
হরষের সীমা নেই
আছে যার টিনেঘর,
কী মধুর তুলে সুর
পড়ে জল ঝরোঝর!
রিমিঝিম শুনে গান
নাচে প্রাণ নাচে মন,
ভরে দেয় নদী বিল
বরষার বরিষণ।
কাঁচা পথ কাদা হয়
লোকে হয় গতিহীন,
থামে কাজ অনেকের
ক্ষুধাতুর বহু দীন।
মাটনের খিচুড়ির
মজা নেয় অনেকেই,
বরষার দিবারাত
কেটে যায় এভাবেই।