শিক্ষক আমি পথপ্রদর্শক
জাতির কারিগর,
শিক্ষক আমি মহাপ্রজ্জ্বালক-
জ্যোতির বাতিঘর।
শিক্ষক আমি মতপ্রকাশক
সুনীতি নির্ধারণে,
শিক্ষক আমি সংস্কারক-
দূর্নীতি নিবারণে।
শিক্ষক আমি মশালবাহক
আঁধার করিতে আলো,
শিক্ষক আমি আহ্বায়ক-
সমাজ গড়িতে ভালো।
শিক্ষক আমি প্রকাশক
সুখ-শান্তির গান,
শিক্ষক আমি প্রচারক-
মহান সৃষ্টিকর্তার দান।
শিক্ষক আমি সংগঠক
গৃহীত সংস্কৃতির,
শিক্ষক আমি সংসপ্তক-
ঘৃণীত দূষ্কৃতির।
#CBALO / আপন ইসলাম