আমরা গড়বো নতুন ইতিহাস
এইনা পৃথিবীর মাঝে,
ডিজিট্যাল পদ্ধতিতে জনশুমারি
বিশ্ব যাবে বুঝে।
ট্যাব দিয়ে করবো মোরা
জনশুমারি ও গৃহগণনা,
সঠিক তথ্য দিতে জনগণ
করোনা কোন বাহানা।
দেশের উন্নয়ন করতে সরকারের
সঠিক তথ্য চাই,
জনশুমারি ও গৃহগণনার
বিকল্প কিছু নাই।
গণনাকারীর সঠিক গণনা
করা প্রয়োজন,
গণনার পূর্বে তাই তো দেওয়া
তাদের প্রশিক্ষণ।
দেশ, জাতি ও নিজের স্বার্থে
সঠিক তথ্য দাও,
উন্নয়নের গতিধারা সবাই
দেখে, বুঝে নাও।
#CBALO / আপন ইসলাম