শাহজাদপুরের মাটিও মানুষের সাথে
মিশে আছে,
কবিগুরু রবি ঠাকুরের কত স্মৃতি কথা।
জমিদারী কাজে ছিলেন কুঠিবাড়ীতে
সেখানে বসে লিখেছে,
কত ছড়া গল্প, কবিতা, উপন্ন্যাস।
কবির স্মৃতি ধরে রাখতে শাহজাদপুর বাসী
করছে কত আয়োজন,
গড়ে তুলেছে রবিন্দ্র বিশ্ববিদ্যালয় ।
রবীন্দ্র কুঠিবাড়ীতে গেলে মনে হয়
দিবা স্বপ্নে দেখি তোমার ছবি,
তোমার কন্ঠ আসে মোর কানে।
কবি গুরু তোমার জন্ম জয়ন্তীতে
তুমি আজ নেই,
আছো শাহজাদপুর তথা সব বাঙ্গালীর মনে।
লেখক পরিচিতি:
মো: আলমগীর হোসেন
উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তার কার্যালয়
শাহজাদপুর, সিরাজগঞ্জ।
০১৭৪০-৭১৪৬৫৬