আঁধারের মাঝে দেখেছি আলো
দেখিনি অন্ধকার
প্রয়োজনে প্রিয়জন দেখেছি
জেনেছি যে সমাচার-
সুখের মাঝে দুঃখ দেখেছি
কাছ থেকে দেখেছি দূর
আপনার থেকে পরকে দেখেছি
বেসুরায় ও দেখেছি সুর-
মানবের মাঝে দানব দেখেছি
দেখি অসূচীদের মাঝে সুচী
অজ্ঞানীর মাঝে দেখেছি জ্ঞানী
দেখেছি গুণীজন মাঝে বুচি-
মানুষের মাঝে অমানুষ দেখেছি
অসভ্যতায় দেখি সভ্যতা
যোগ্যদের মাঝে দেখেছি অযোগ্য
চেতনার চিতায় ধ্রুবতা।