রবিবার, ০৫ মে ২০২৪, ০৬:৫৬ অপরাহ্ন

ই-পেপার

আগৈলঝাড়ায় বাল্য বিয়ের অপরাধে বরসহ ৩জনকে ৬ মাসের সাজা প্রদান

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ৪ জুলাই, ২০২০, ৭:০০ অপরাহ্ণ

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:

বরিশালের আগৈলঝাড়ায় বাল্য বিয়ের অপরাধে বরসহ ৩জনকে ৬মাসের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। থানা সূত্রে জানা গেছে, উপজেলার রত্নপুর ইউনিয়নের ঐচারমাঠ গ্রামের মৃত. মৃত্যুঞ্জয় মল্লিকের ছেলে মৃদুল মল্লিকের সাথে তার বাড়িতে শুক্রবার রাতে পাশ্ববর্তী কালকিনি উপজেলার চরবাহাদুরপুর গ্রামের জগদীশ মন্ডলের মেয়ে ও সিটিখান গার্লস স্কুলের ৯ম শ্রেনীর ছাত্রী কেয়া মন্ডলের বিয়ের প্রস্তুতি চলছিল। ছেলের বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই সুশান্ত কুমার ওই বাড়িতে গিয়ে বাল্যবিয়ে বন্ধ করে বর মৃদুল মল্লিক, তার মা সরস্বতী মল্লিক ও বান্য বিয়ের আয়োজনে সম্পৃক্ত থাকায় স্থানীয় মধুসুদন মল্লিকের ছেলে সুব্রত মল্লিককে বিয়ের আসর থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।

 

গ্রেফতারকৃতদের বরসহ ওই তিনজনকে শুক্রবার রাতে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালতের বিচারক ও উপজেলা নিবার্হী অফিসার রওশন ইসলাম চৌধুরী বাল্য বিয়ের অপরাধে প্রত্যেককে ৬মাস করে কারাদন্ডের রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্ত উল্লেখিত তিন জনকে শনিবার সকালে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com