মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৮ অপরাহ্ন

ই-পেপার

ভাঙ্গুড়ায় থামছে না রেলওয়ের জমি দখল করে মার্কেট নির্মাণ

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: রবিবার, ৫ জুন, ২০২২, ৭:৫৮ অপরাহ্ণ

পাবনার ভাঙ্গুড়ায় থামছে না রেলের জমি দখল করে বহুতল ভবন ও মার্কেট নির্মাণ। প্রশাসন ব্যবস্থা নেয়ার কথা বললেও ব্যবস্থা না নিয়ে অজানা কারনে নিরব রয়েছে। ব্যবস্থা না নেওয়ায় প্রশাসনকে নিয়ে শ্রশ্ন তুলছে ভাঙ্গুড়াবাসী। বড়াল ব্রিজের পশ্চিম পার ভাঙ্গুড়া নতুন থানা ভবনের দক্ষিণ পাশে বাংলাদেশ রেলওয়ের জমি দখল করে প্রায় ১০০ ফুটেরও বেশি দৈর্ঘ্য ও ২০ ফুট প্রস্থ বহুতল ভবনের ভিত দিয়ে মার্কেট নির্মাণের কাজ শুরু করেন। ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আলহাজ মোঃ সেলিম হোসেন ডলার। রেলের জমি দখল করে মার্কেট নির্মান বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদ হাসান খাঁন ও পশ্চিমাঞ্চল রেলের পাকশী কার্যালয়ের বিভাগীয় ভ‚-সম্পত্তি কর্মকর্তা মোঃ নুরুজ্জামানকে জানালে তারা অবৈধ ভবন ও মার্কেট নির্মাণ কাজ বন্ধ করে দেওয়াসহ আইনগত ব্যবস্থা নিবে বলে জানান। কিন্তু আইনগত ব্যবস্থা তো দুরের কথা কাজ বন্ধও করেনি।

জানা গেছে, এই নেতা ২০২০ সালে প্রায় ১০০ ফুট দৈর্ঘ্য ও ২০ ফুট প্রস্থ একটি বহুতল ভীত দিয়ে মার্কেট নির্মাণ করে মোটা অংকের টাকা জামানত নিয়ে মার্কেটের দোকান ঘর ভারা দিয়েছে। তাই আবারো কাজ শুরু করেছে । নির্মাণাধীন মার্কেটের প্রায় ৩০ শতাংশ কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। ইট-সিমেন্টের ও রড দিয়ে ৩০ টি পিলার তুলা হয়েছে তার মধ্য ১৫ টির প্রায় ৫০ ভাগ কাজ শেষ হয়েছে বাকি ১৫ টি পিলারে রড দিয়ে নিচের ঢালাই কাজ চলছে।

অবৈধ মার্কেট নির্মানাধীন উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মোঃ সেলিম হোসেন (ডলার) বলেন, রেলওয়ের কাছ থেকে কৃষি জমি হিসাবে লিছ নেওয়া হলেও কিছু জমি বানিজ্যিক হিসেব খাজনা দেওয়া হয়েছে।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদ হাসান খাঁন পূবের মতই বলেন, রেল কর্মকর্তার সাথে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পশ্চিমাঞ্চল রেলের পাকশী কার্যালয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মোঃ নুরুজ্জামান বলেন, অবৈধ মার্কেট নির্মাণ কারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর