লেখক
মোঃ কামাল হোসেন
অভয়নগর যশোর থেকে:
সোনারুপে আগমন শেখ মুজিবের আদর্শ,
নেতার মতো নেতা যীনি তিনি হলেন শেখ মুজিব,
স্বাধীন বাংলার শ্রেষ্ঠ খুটি আমার প্রিয় শেখ মুজিব
ন্যায়নীতি আর আদর্শ শিখিয়েছেন শেখ মুজিব
আমাদের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম শিখিয়ে গেলো শেখ মুজিব
রক্তে রন্জিত সোনার বাংলাদেশের রুপকার সে হলো শেখ মুজিব।
লক্ষ কোটি জনতার বাচার আদর্শ শেখ মুজিব।
সংগ্রাম আর লড়াই করা শিখিয়েেছেন শেখ মুজিব
বীর বাহাদুরের আগমনে স্বাধীন হলো আমার দেশ।
রাজ পথের আন্দোলন শিখিয়ে গেলো শেখ মুজিব।
আমি গর্ভীত এক বাংলাদেশী হয়েছি শুধুই শেখ মুজিবের জন্য।
এক আর্বিভূত বাংলা ভাষা উপহার দিয়াছেন যীনি তিনি হলেন শেখ মুজিব।
মুজিব আদর্শের সৈনিক আমি ভয় করিনা অন্যায় অপরাধ বিশ্বের নিকট রোল মডেল পেয়েছি সেই নেতার জন্য যীনি হলেন শেখ মুজিব। হারিয়ে ফেলেছি মুজিবকে তার আদর্শ হারায়নি।
বাচার মতো বাচতে চাই স্বাধীন ভাবে থাকতে শিখিয়েছেন শেখ মুজিব।
সংগ্রামী এই জনতার এক আদর্শ শেখ মুজিব।
মুজিব কন্যা হসিনার লক্ষ্য শুধু একটায় দুর্নীতি আর বেঈমান বাংলাদেশে তাদের জায়গা হবেনা।
মীর জাফরের বংশোধর হয়ে যাও সাবধান।
শেখ মুজিব আজ আমাদের মাঝে নাই,রয়ে গেছে তার সংগ্রামী জীবন আদর্শের এক অভুরন্ত মহিমা।
সেই বীর বাহাদুর নেতা জীবনে হয়তো কনোদিন পাবোনা।
আছে তার নীতি আদর্শের সংগ্রামী জনতার পথ চলা।
আমি সেই বীর বাহাদুর কে গভীর ভাবে শ্বরন করিয়া শেষ করিলাম আমার আজকের লেখা।