আমার দেশের নাম বাংলাদেশ,
যার প্রকৃতির নাইকো শেষ।
সোনালি ফসল ফলে দেখ
আমার বাংলাদেশে,
কৃষক কন্যা নারিকেল তেল মাখে কাল কেশে।
উঠান ভরা মুরগি কৃষকের গোলা ভরা ধান,
পুকুর ভরা মাছ তার বরজ ভরা পান।
নদীর বকে মাঝি দেখ বায়ছে তার নাউ,
কাঠুরে ভাই এদিক ওদিক খুজছে তার দাউ।
শুকুর চাচা প্রতি হাটে নিয়ে যাচ্ছে লাউ,
এমন দেশটি তুমি কি আর কোথাও খুজে পাউ?
যার পতাকার রং সবুজ আর লাল,
এর মাঠে চরে গবাদিপশুর পাল।
চাষি ধরে শক্ত হাতে হাল,
জেলে জলে ফেলে জাল
মাঝি তোলে পাল।
রাখাল বাজায় বাঁসি,
রাখালির মূখে হাসি।
অনেক ফুল ফোটে দেখ আমার বাংলার বনে,
তাইতো আজ বাংলার প্রকৃতি ধরেছে আমার মনে।
নিজ কাজ করে দেখ সকলে আপন মনে,
হিংসা তো নাই কারও হৃদয়ের কণে।
কত গাছ জন্মে দেখ আমার বাংলার বনে,
তাইতো আজ বাংলার প্রকৃতি ধরেছে আমার মনে।
বিপদ যদি আসে কভু বাংলা কোন কণে,
সমাধান করে তার মিলে লোকজনে।।।।
মোঃ কামাল হোসেন
অভয়নগর যশোর থেকে।
মাশ আল্লাহ খুব সুন্দর হয়েছে মাহিম।তোমাকে হাজারো সালাম ও মোবারকবাদ দোয়া করি এমন করে তৈরি করো তোমারি কবিতা রচয়িতার হাল ##
ধন্যবাদ
অসাধারণ কবিতা। তোমার মতো একজন বন্ধু পেয়ে গর্ববোধ করছি।নিজের সর্বোচ্চ দিয়ে লিখ আরো ভালো লেখা আসবে। Best of Luck Dear Friend ❤❤❤❤
ধন্যবাদ