সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:০৬ পূর্বাহ্ন

ই-পেপার

মুখোমুখি ইতালি-আর্জেন্টিনা ইউরোপ-ল্যাটিনের শ্রেষ্ঠত্বের লড়াই আজ রাতে

চলনবিলের আলো খেলা ডেস্ক:
আপডেট সময়: বুধবার, ১ জুন, ২০২২, ১০:৪১ পূর্বাহ্ণ

ইউরোপ চ্যাম্পিয়ন ইতালি। ল্যাটিন আমেরিকার সেরা আর্জেন্টিনা। কিন্তু তাদের মধ্যে শ্রেষ্ঠ কোন দল? তা নির্ধারণ হবে আজ রাতে। বাংলাদেশ সময় রাত পৌনে ১টায় ম্যাচটি মাঠে গড়াবে। ইংল্যান্ডের ওয়েম্বলিতে হবে এই শ্রেষ্ঠত্বের লড়াই।

ম্যাচটা হতে পারতো কাতার বিশ্বকাপের আগে সবচেয়ে আকর্ষণীয়, প্রতিক্ষিত। তবে বিশ্বকাপে ইতালি না থাকায় কিছুটা রং হারিয়েছে ফিনালিসিমা। তারপরও ইতালি-আর্জেন্টিনা বলেই হয়তো বুঁদ হয়ে থাকবে ফুটবলবিশ্ব। লড়াইটা যে দুই মহাদেশীয় চ্যাম্পিয়নের।

২৮ বছরের শিরোপা খরা কাটিয়ে এবার কোপা আমেরিকার শিরোপা জিতেছে আর্জেন্টিনা। আর ৫৩ বছর পর ইউরো ট্রফি ঘরে তুলেছে ইতালি। তবে বরাবরের মতো এবারও স্পটলাইটে থাকবেন একজন লিওনেল মেসি। ওয়েম্বলি রাঙ্গাতে প্রস্তুত আনহেল ডি মারিয়া ও লাউতারো মার্তিনেজরাও। আক্রমণে সুযোগ হতে পারে ২২ বছর বয়সী হুলিয়ান আলভারেজেরও।

ক্রিস্টিয়ান রোমেরোকে ছাড়া ফিট স্কোয়াড পাচ্ছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। ৩১ ম্যাচ ধরে অপরাজিত আর্জেন্টিনা। এর মধ্যে মাত্র একবারই ইউরোপের কোনও দলের সঙ্গে মুখোমুখি হয়েছে আলবিসেলেস্তে।

আর্জেন্টিনা কোচ লিওনেলি স্কালোনি বলেছেন, অপ্রত্যাশিতভাবে ইতালি, কাতার বিশ্বকাপে নেই। তারা সেরা দলের একটি। অবশ্যই আমরা শিরোপা জিততে এসেছি। তবে আমাদের মূল লক্ষ্য কাতার বিশ্বকাপ জয়। শ্রেষ্ঠত্ব প্রমাণের ম্যাচের আগে ইনজুরিতে জর্জরিত ইতালি। দমিনিকো বেরার্দি, চিরো ইম্মোবিলে, ফেদিরিকো কিয়েজাকে ছাড়াই কৌশল সাজাতে হচ্ছে রবার্তো মানচিনিকে। আক্রমণে ইনসিনিয়ের সঙ্গে তরুণ তুর্কী নিকোলো জানিওলোর রসায়নের সম্ভাবনা প্রবল। আর আজ্জুরি জার্সিতে শেষবার নামার অপেক্ষায় জিওর্জিও কিয়েল্লিনি।

ইতালি কোচ রবার্তো মানচিনি বলেন, ওয়েম্বলিতে ফেরাটা আমাদের জন্য দারুণ। এক বছর আগে এখানেই আমরা শিরোপা উদযাপন করেছি। তবে এবার প্রতিপক্ষ ভিন্ন। আর্জেন্টিনা অসাধারণ দল। তারা গ্রেট ফুটবল খেলে।

দু’দলের ১৬ দেখায় একটু এগিয়ে ইতালি। আলবিসেলেস্তেরা ৫ জয়ের বিপরীতে ৬বার শেষ হাসি আজ্জুরিদের।

দীর্ঘ ২৯ বছর পর ফিনালিসিমার তৃতীয় আসর। প্রথমবার ১৯৮৫ সালে প্যারিসে উরুগুয়েকে হারিয়েছিল ফ্রান্স। পরের আসর, ১৯৯৩-এ দিয়াগো আরমান্দো ম্যারাডোনার আর্জেন্টিনা প্রতিপক্ষ ডেনমার্ককে হারিয়ে প্রতিশোধ নিয়েছিলে ল্যাটিন আমেরিকার হয়ে।

তৃতীয়বারের লড়াইয়ে আন্তমহাদেশীয় শ্রেষ্ঠত্বের স্বারক ‘ফিনালিসিমা ট্রফি’ কোন দিকে যাবে- আমেরিকা নাকি ইউরোপে? উত্তর পেতে ওয়েম্বলিতে আজ গভীর রাত চোর রাখতে হবে, বৈকি!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর