সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:৩১ পূর্বাহ্ন

ই-পেপার

রক্তের গ্রুপ নির্বাচন করার সহজ ও সর্টকাট পদ্ধতি জেনে নিন-ডা.এম.এ.মান্নান

স্টাফ রিপোর্টারঃ 
আপডেট সময়: মঙ্গলবার, ৩১ মে, ২০২২, ১২:৫৬ অপরাহ্ণ

ব্লাড গ্রুপিংয়ের জন্য যা দরকার-
১। ব্লাড গ্রুপিংয়ের ৩ টা এন্টি-
(I)Anti-A
(II) Anti-B
(III)Anti-D
২। জীবাণুমুক্ত একটা সুচ
৩।একটা কাঁচের স্লাইড
৪।তুলা
৫। জীবানুনাশক
প্রথমে যার ব্লাড গ্রুপ নির্বাচন করবেন তার হাতের যেকোনো  একটা আঙুল ভালো করে জীবাণুমুক্ত করে নিবেন।এরপর  সুচ দিয়ে আঙুল এর আগায় হাল্কা খোঁচা দিয়ে কাঁচের স্লাইডে ৩ ফোটা রক্ত নিবেন ছবিতে দেয়া নির্দেশনা অনুযায়ী দুরত্ব রেখে।তারপর-
১ম ফোঁটায় এন্টি-A
২য় ফোঁটায় এন্টি-B
৩য় ফোঁটায় এন্টি-D
দিয়ে ভাল করে সুচ এর গোড়া  দিয়ে মেশাবেন।খেয়াল রাখবেন রক্ত এবং এন্টি মেশানোর সময় একটা যেনো অন্যটার সাথে না মিশে।
এখন ব্লাড গ্রুপিংয়ের এর নিয়ম-
১। যদি Anti -A ফাটে আর Anti-B না ফাটে তাহলে রক্তের গ্রুপ A।
২। যদি Anti-A না ফাটে আর Anti -B ফাটে তাহলে রক্তের গ্রুপ B।
৩। যদি Anti- A এবং  Anti-B দুইটাই ফাটে তাহলে রক্তের গ্রুপ AB।
৪। যদি Anti-A ও Anti-B একটাও না ফাটে তাহলে রক্তের গ্রুপ O।
আমরা রক্তের  গ্রুপ নির্বাচন শিখলাম।
এখন positive আর negative নির্বাচন-
১।Anti-D…….. যদি ফাটে তাহলে রক্ত +(positive)।
২।Anti-D……… যদি না ফাটে তাহলে রক্ত —(negative)
লেখকঃ
Mannan Muktadir 
ম্যানেজিং ডিরেক্টর 
মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্র
নাগরপুর, টাংগাইল।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর