আমার ক্ষুদ্র পায়ে এই সুবিশাল বসুমতির উপর
চলতে চলতে একে দিয়েছি পদ চিন্হের আল্পনা
যে পদ রেখা ধরা বক্ষে জেগে রবে হয়-তো কিছু কাল
পদ রেখা ভেদে বেড়ে উঠবে লতা-গুলো মুছে যাবে চিন্হ।
এই ভাবে আসবে নতুন নতুন সকাল।
এযে নীরব নিস্তদ্ব রাত।
যে রাতে কালো আধারে ঢেকেছে পৃথীবি
সব-বণিল আলোক সজ্জা।
আর ক্লান্ত-শান্ত মানুষ ঘুমাচ্ছনে
হারিয়েছে লোভ-লালসার মোহ।
আমি পাওয়া না পাওয়া হিসাব মিটাতে
পৃথীবি ভর একরাশি আধারের মধ্যে জেগে আছি।
যে আধার প্রতিদিন আসে প্রতিটি জীবনে
কারো বা আশার আলো নিয়ে
কারো বা জীবন প্রদীব নিভিয়ে দিতে ।
আমি পেয়েছি একটি রাত
শত সহস্র রাতের শ্রেষ্ঠ একটি রাত
যে রাতে ঘুচে গেছে আমার রিক্ততা শূন্য
না পাওয়ার ডালি ভরে গেছে কানায় কানায়
আর অমৃত বচনে অনন্ত যৌবনায়।