বরিশালের আগৈলঝাড়ায় প্রতিদিন বাড়ছে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা। সোমবার একদিনে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ১০ জনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। প্রতিদিন ভর্তি ছাড়াও আক্রান্ত শিশু ও বৃদ্ধ রোগীরা হাসপাতালের বহিঃবিভাগে চিকিৎসা নিচ্ছে। রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎকেরা।
গত কয়েক দিন ধরে ডায়রিয়া রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছে চিকিৎসকেরা। সূত্র মতে, সোমবার ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. রায়হান আলম, বারহাজার গ্রামের দুলাল সন্যামতের আঠারো মাসের ছেলে দ্বীন ইসলাম, বান্দাবাড়ি গ্রামের রফিকুল ইসলামের পাঁচ মাসের ছেলে জুনায়েদ, ছয়গ্রামের আরিফ হোসেন হাওলাদারের দুই বছরের ছেলে আয়ান, জোবারপাড় গ্রামের রথীন বাইনের নয় মাসের ছেলে জর্জ বাইন, রাজিহার গ্রামের যোগেশ হালদারের ছেলে বিপ্লব হালদার (২৫), পূর্ব সুজনকাঠি গ্রামের মনিমোহন মন্ডলের মেয়ে সেতু মন্ডল (২৬), মোল্লাপাড়া গ্রামের ননী গোপাল রায়ের ছেলে সুকদেব রায় (১৮), বাকাল গ্রামের অমল রায়ের ছেলে অমিত রায় (১৬) ও বাদামতলা গ্রামের রাসেল কাজীর পাঁচ মাসের মেয়ে তাবিয়া আক্তার।
উপজেলা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন বলেন, প্রচন্ড তাবদাহ এবং ওষ্টাগত গরমছাড়াও এই গরমে খাবার-দাবার গ্রহনে অনিয়ম, আবহাওয়া পরিবর্তনের কারনেও শিশুদের ডায়রিয়া রোগ দেখা দিয়েছে। অন্য সময়ের চেয়ে বর্তমানে রোগীর সংখ্যা একটু বেশী বলেও জানান তিনি। খাবার গ্রহনে সকলকে সচেতন থাকার পরামর্শ দেন এই চিকিৎসক।
#CBALO/আপন ইসলাম