“মহামারী কোভিট-১৯ করোনা’র
সাথে যোগ হয়েছে বন্যা,
এদেশের লক্ষ কোটি মানুষের
দুঃখ-কষ্টের নেই কোন ঠিকানা।
ফসলী জমি ডুবে গেছে
ঘরের মধ্যেও পানি,
গাড়ির রাস্তায় নৌকা চলছে
আকার ধারণ করছে মহামারী।
করোনার কারনে শ্রমজীবি মানুষ
বন্যায় হয়েছে কর্মহারা,
অনাহারে অর্ধাহারে রয়েছে তারা
আহার, নিদ্রা ও বাসস্থান ছাড়া।
পানিবন্ধী আর নদী ভাঙ্গনের পরিবার
আশ্রয় নেবে শিক্ষা প্রতিষ্ঠানে,
বানের পানি আসলেই দেখি
পানি প্রথমেই উঠে সেখানে।
আয় উপার্জন নাইকো তাদের
ব্যবস্থা নেই খাবারের,
বিশুদ্ধ পানির ব্যবস্থাও নেই
উদ্যোগ দেখছি না সরকারের।
একই সাথে একাধিক মহামারী
আঘাত হেনেছে দেশে,
বিত্তশালীরা আছে সমাজে
তারা চলছে রাজার বেশে।
গরীব বান্ধব স্থানীয় জনপ্রতিনিধি
করছেন সবাই দাবি,
গরীবের জন্য সাহায্য আসলে
কৌশলে আত্মসাৎ করে কিছু তারই।
যাদের আছে স্বচ্ছলতা
তারাই কেন তালিকায়,
ভুখা, নাঙ্গার নাম বাদ দিয়েছেন
যারা আছেন চালিকায়।
লোভ, স্বার্থ, ভেদাভেদ ভুলে সবাই
পাশে দাঁড়াই ক্ষতিগ্রস্ত মানুষের ,
যার যা প্রাপ্যতা বুঝিয়ে দেব
প্রতিশ্রুতি অনুযায়ী এদেশের।”
কবিতায় সঠিক চিত্র তুলে ধরার জন্য ধন্যবা।
ধন্যবাদ