ভালবাসা এক স্বর্গীয় অনুভব
যে করিতে জানে,
ভালবাসার তরে হয়েছে শহীদান
কতজন ধরাধামে।
উম্মতেরে বাসিয়া ভালো
কেঁদেছেন নুর নবী
নবীর প্রেমে এখনো মুসলমান
আঁকে ধ্যানের ছবি ।
সৃষ্টির জন্য শ্রষ্ঠার প্রেম
বহমান প্রতিক্ষণ
শ্রষ্ঠার ভালবাসায় বাঁচে
প্রাণীকুলের জীবন ।
আরশ ভেদিয়া কিরণ রশ্মি
পড়িছে জমিন মাঝে
রাত্রি হাসে মিটি মিটি করে
জোসনাকে ভালবেসে ।