আমায় একটা
কষ্ট ঘুড়ি দিবে,
কষ্টে কষ্টে
খেলবো কাটাকাটি।
কষ্ট গুলো টুকরো টুকরো
হয়ে বিলীন হবে
আকাশের ওই বিশালতায়।
আমায় একটা
আশ্চর্য প্রদীপ দিবে,
এক ঘসায় আনবো দৈত্য
বলবো তারে,যতো আছে
বেদনার নীল আর কালো রং
এক নিমেষে এসে
ধুয়ে মুছে নিয়ে যাও।
আমায় একটা ফানুশ দিবে
বায়বীয় কষ্ট গুলো
ভরে নিয়ে তাতে,
ফেলবো তারে
সাগরের গহীন জলে।
আর যেনো কখনো
ফিরতে না পারে।
দৈত্য, ঘুড়ি, ফানুশ
জেনে রেখো
আমি এক বেদনার্ত
নীল মানুষ।