এক মাস সিয়াম সাধনার পর আসছে মঙ্গলবার ঈদুল ফিতর।সমাজের অসহায়,গরীবদের সাথে এই ঈদ আনন্দ ভাগাভাগি করতে ঈদ সামগ্রী বিতরণ করেন মানব সেবা মুলক সংগঠন সলঙ্গার রামার চর “হিলফুল ফুজুল”। রবিবার (১ মে) সকাল ১১ টায় রামারচর গ্রামে ১৩০ জন গরীব,অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল পোলার চাল,ডাল,তেল, লাচ্ছা, চিনি,সাবান ইত্যাদি। ঈদ উপহার হাতে পেয়ে আনন্দিত হয় এ সব পরিবারগুলো। ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে জেলা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা,সলঙ্গা থানা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কে,এম শামছুল আলম (সাচ্চু) জানান, গরীবদের মাঝে ঈদ উপহার বিতরণ ছাড়াও ভবিষ্যতে এ সংগঠনটি বাল্য বিয়ে, ইভটিজিং প্রতিরোধ,মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা,অসহায় মানুষদের চিকিৎসা সহায়তা, মাদকমুক্ত সমাজ গঠন সহ সমাজের বিভিন্ন সামাজিক উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করবে, এ আশাবাদ ব্যক্ত করেন। সংগঠনের পরিচালক হাফেজ মাওলানা আব্দুর রহমান বলেন, ইতিমধ্যেই হিলফুল ফুজুল সংগঠনটি পাঁচলিয়া বদরুল আলম উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর গরীব মেধাবী ছাত্র, তারুটিয়ার রাসেল ও রামার চর গ্রামের অসচ্ছল আ: মান্নানের মেধাবী মেয়ে, এসএসসি পরীক্ষার্থী নীলা’র লেখাপড়ার সকল দায়দায়িত্ব হিলফুল ফুজুল কর্তৃপক্ষ গ্রহণ করেছেন। বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারন সম্পাদক কে,এম আল আমিন, ইলিয়াছ মাহমুদ,মাহমুদুল আলম বাবু,ওমর ফারুক,সজল, সোহাগ,হাফিজুল,আহাদ সহ অনেকে।
#CBALO/আপন ইসলাম