চলতি বছরের শেষদিকে মাঠে গড়াবে বিশ্বকাপ। এই উপলক্ষে যেন এখন থেকেই তোড়জোর চালাচ্ছে দলগুলো।
কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবারের বিশ্বকাপের অন্যতম ফেভারিট। তাদের প্রস্তুতিটাও শুরু হয়ে গেছে ইতোমধ্যে।
বিশ্বকাপের আগেই আর্জেন্টিনা মাঠে নামবে ইতালির বিপক্ষে। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মাঠে নামতে হবে ব্রাজিলের বিপক্ষেও। ইসরায়েলের বিপক্ষেও তাদের খেলার কথা শোনা যাচ্ছিল। ওই পরিকল্পনা ভালোভাবেই এগিয়ে যাচ্ছে বলে জানা গেছে।
আর্জেন্টিনা জাতীয় দলের খবর দেওয়া বিশ্বস্ত মাধ্যম মুন্দো আলবিসেলেস্তে জানিয়েছে, ১ জুন ইতালির পর তারা ৬ তারিখ মাঠে নামতে পারে ইসরায়েলের বিপক্ষে।
উল্লেখ্য, ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপের আগেও আর্জেন্টিনার খেলার কথা ছিল ইসরায়েলের বিপক্ষে। কিন্তু দেশটির ফিলিস্তেনের ওপর চালানো আক্রমণের কারণে ম্যাচটি না খেলার জন্য পুরো বিশ্ব থেকেই চাপ আসে আর্জেন্টিনার ওপর। শেষ পর্যন্ত ওই ম্যাচ বাতিল করতে বাধ্য হয় আর্জেন্টিনা।
এখন পর্যন্ত ইতালির বিপক্ষে মোট ৫টি ম্যাচে মাঠে নেমেছে আর্জেন্টিনা। এর মধ্যে তিনটিতেই জয় পেয়েছে তারা। বাকি দুই ম্যাচের মধ্যে একটিতে ড্র ও অন্যটিতে হারের স্বাদ পেতে হয়েছে তাদের।
#CBALO/আপন ইসলাম