আমি সূর্য ওঠা ভোর,
আমি নিস্তব্ধ প্রান্তর।
আমি শিশুর মুখের হাসি,
আমি কবিতা ভালোবাসি।
আমি জানালা খোলা বাতাস,
আমি রাতের দীর্ঘশ্বাস।
আমি স্বপ্ন ভরা চোখ,
আমি চাহনী অপলক।
আমি মঙ্গল, আমি শনি,
আমি কয়লা ভরা খনি।
আমি কর্মঠ দুই হাত,
আমি অনাহারির মুখে ভাত।
আমি জব্দ হওয়া স্বর্ণ,
আমি রংহীন বিবর্ণ।
আমি বিভীষিকাময় রাত্র,
আমি স্কুল পালানো ছাত্র।
আমি অচল হৃদ-স্পন্দন,
আমি ঘুমের মাঝে ক্রন্দন।
আমি ঘুর পিয়াসু যাত্রী,
আমি অনিচ্ছুক বিয়ের পাত্রী।
আমি রাগ, আমি ভয়,
আমি খুনি নির্দয়।
আমি সুনিপুন তীক্ষ্ণ তরবারী,
আমি মালিকহীন ঘরবাড়ি।
আমি পথ দিশা ভোলা রাস্তা,
আমি অমূল্য, আমি সস্তা।
আমি আমার, আমি পরের
আমি শিশুসুলভ অন্তরের।