রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৯:২৫ পূর্বাহ্ন

ই-পেপার

অভয়নগরে সড়কের পাশে ময়লার স্তুপ, দূষিত বাতাসে হুমকির মুখে জনস্বাস্থ্য

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ১ জুলাই, ২০২০, ৯:৪৭ পূর্বাহ্ণ

মোঃ কামাল হোসেন অভয়নগর যশোর থেকে:

অভয়নগর উপজেলার, নওয়াপাড়া পৌরসভার বাইপাস সড়কের পাশে রেলওয়ের ফাকা জয়গাটি ময়লার স্তুপের কারনে জনস্বাস্থ্য এখন হুমকির মুখে। সড়কটি দিয়ে পথ চলতে পথচারীদের দম বন্ধ হওয়ার উপক্রম হয়। এ মন্তব্য মুষ্টিমেক কয়েকজনের নয়,ঐ এলাকার হাজার হাজার মানুষ ও পথচারীদের। পথচারী,স্হানীয় বাসিন্দা ও রেলওয়ে বাস্তহারা সাধারন মানুষ জানান গত ২-৩ বৎসর নওয়াপাড়া পৌর এলাকার সমস্ত ময়লা -আবর্জনা ও বজ্য এখানে ফেলা হয়। আবর্জনা ও বজ্যের দুর্গন্ধে এখানে বসবাসতো দূরের কথা এই রাস্তা দিয়ে চলাচলও করা যায় না। দুর্গন্ধ সইতে না পেরে অনেকে বমি করে ফেলে। তাছারা এ সমস্ত আবর্জনা বজ্যের কারনে দুর্গন্ধের পাশাপাশি বেরেছে বিভিন্ন রোগ ও মশার উপদ্রব।

 

স্হানীওরা জন প্রতিনিধিদের উদ্দেশ্য করে দ্রুত এ স্তুপ সরানোর জরালো দাবি জানিয়ে বলে, যেহেতু নওয়া পাড়া পৌর সভা একটি ১ম শ্রেনীর পৌর সভা,কাজেই এ পৌর সভার ময়লা -আবর্জনা ফেলার একটি নিদৃষ্ট স্হান থাকাটা জরুরী,এবং সেটা অবশ্যই জন মানবহীন শহরের বাইরে কোথাও হতে হবে অন্যথায় জন স্বাস্হ্য হুমকির মুখে পরবে। এ বিষয়ে স্হানীয় জন প্রতিনিধির সাথে কথা বলতে চাইলে তিনি বিষয়টা এরিয়ে য়ান,ফলে তাদের কোন মন্তব্য তুলে ধরা সম্ভব হয়নি! তবে পথচারী ও স্হানীয়দের কথায় এটা স্পষ্ট যে,জন প্রতিনিধিদের অবহেলা-ই আজ ঐ এলাকা বসবাসরত মানুষ, ও পথচারীদের ভোগান্তির কারন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com