কে তুমি সুন্দরী
সুন্ধর ঐ সবুজে
অবুজ অবুজ ভাবনায়,
প্রেম প্রেম কামনায়
প্রেম বিরহে আমি একা
শুধুই পেলাম তুমার দেখা।
সুন্দরী তোমার ঐ দ্বীপ্ত পায়ে চলা
না বলা কথাগুলো
মনে মনে রাখা,
ঐ তোমার বুঝি
ভালবাসার উপমা।
সুন্দরী তোমার রেশম কালো চুল
আমাকে কাছে আসতে করেছে বেকুল,
সে কী আমাদের ভালবাসা
আরো ভাললাগাই চলবে
সুন্দরী বুজিনা তোমার ঐ
আনমনা ভাষা।
সুন্দরী কে তুমি
ঐ আমার অজানা পথে।