মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আজ শুরু হয়েছে নির্মাতা আলোক হাসান পরিচালিত সিনেমা ‘নাকফুল’র শুটিং। প্রথম দিনেই শুটিংয়ে অংশ নিয়েছেন কেন্দ্রীয় চরিত্রে থাকা চিত্রনায়িকা পূজা চেরি ও চিত্রনায়ক আদর আজাদ। প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়ার ২৬ এপ্রিল পর্যন্ত টানা ২০ দিন শ্রীমঙ্গলেই ‘নাকফুল’র শুটিং চলবে। ফেরারী ফরহাদের রোমান্টিক ট্র্যাজেডি গল্প নিয়ে নির্মিত হচ্ছে এই সিনেমা।
এখানে দেখানো হবে, চঞ্চল মেয়ে পূজা ও ছন্নছাড়া ছেলে আদরের প্রেমের গল্প।
সিনেমাটি প্রসঙ্গে পূজা চেরির ভাষ্য, নাকফুল একটি নারীর কাছে বিশেষ এক অলংকার। নারীদের কাছে এক আবেগের গয়না।
সিনেমাতেও দর্শকের মনে জায়গা করে নিবে। আশা করি কাজটি খুব ভালো হবে। দর্শকরা নিরাশ হবেন না। পূজা-আদর ছাড়াও ‘নাকফুল’ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন গাজী রাকায়েত, লুৎফর রহমান জর্জ, আলী রাজ, এল আর খান সীমান্ত, মৌ শিখা প্রমূখ।
#চলনবিলের আলো / আপন