নিভবে যখন হৃদয় প্রদীপ
আসবে আঁধার ঘিরে,
বুঝবে তুমি নেই দেহে আর
গেছো বাঁধন ছিড়ে।
আত্মা তোমার ঘুরতে থাকবে
বাড়ির চারপাশ দিয়ে,
কাঁদবে অনেক আপন জনে
অন্যেরা দেখবে চেয়ে ।
সব কিছু তুমি দেখতে পাবে
বলতে পারবেনা কথা,
আপসোসে তাই কাঁদবে শুধু
অন্তরে পেয়ে ব্যথা।
কষ্ট হবে অতীত ভেবে
ছটফট করবে মন,
সারা জীবন ব্যস্ত ছিলাম
আনন্দের ভুবন।
কত সময় অপচয় করেছি
খেলা নিয়ে অবহেলায়,
বুঝতে পারছি মৃত্যুর পরে
তীব্র আগুনের জ্বালায়।