মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৭:৩৯ পূর্বাহ্ন

ই-পেপার

টেলিভিশন নাট্যকার সংঘের নতুন কমিটির অভিষেক

মোস্তাফিজুর রহমান উজ্জল, বিনোদন প্রতিবেদক:
আপডেট সময়: সোমবার, ৪ এপ্রিল, ২০২২, ৫:১৭ অপরাহ্ণ

বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে শুক্রবার অনুষ্ঠিত হয়ে গেল টেলিভিশন নাট্যকার সংঘের নবগঠিত কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাট্যজন মামুনুর রশীদ।

অনুষ্ঠানের শুরুতেই নবগঠিত কার্যকরী পরিষদের সাধারণ সম্পাদক আহসান আলমগীর সবাইকে স্বাগত জানান এবং অতিথিদের মঞ্চে আসন গ্রহণের জন্য আমন্ত্রণ জানান তিনি। প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেন নবগঠিত কমিটির সহসভাপতি ইফফাত আরেফীন তন্বী। সূচনা বক্তব্য দেন সহসভাপতি রেজানুর রহমান। বক্তব্যের আগে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট আবৃত্তিশিল্পী হাসান আরিফের মৃত্যুতে ১ মিনিট নীরবতা পালন করা হয়। এ অভিষেক অনুষ্ঠানে প্রাক্তন সাধারণ সম্পাদক এজাজ মুন্না নবগঠিত কার্যকরী পরিষদকে পরিচয় করিয়ে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেলিভিশন নাট্যকার সংঘের নবগঠিত কার্যকরী কমিটির সভাপতি হারুন রশীদ, সহসভাপতি রেজানুর রহমান ও ইফফাত আরেফীন তন্বী, সাধারণ সম্পাদ আহসান আলমগীরসহ আরো অনেকে।

অনুষ্ঠানের শেষভাগে বক্তব্য দেন প্রধান অতিথি নাট্যজন মামুনুর রশীদ। পুরো অনুষ্ঠান পরিচালনা করেন নাজনীন হাসান চুমকি।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর