জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত হচ্ছে নারীকেন্দ্রিক গল্পের সিনেমা ‘ময়না’। গল্প লেখার পাশাপাশি ‘ময়না’ সিনেমাটি প্রযোজনা করছেন জাজ মাল্টিমিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রযোজক আলিম উল্লাহ খোকন।
★ঢালিউডে সিনেমা ব্যবসায় যখন মন্দা চলছে ঠিক সেই সময় ‘ময়না’ সিনেমায় বিনিয়োগের ঝুঁকি কেন নিলেন?
প্রশ্নের জবাবে আলিম উল্লাহ খোকনঃবর্তমানে আমাদের সিনেমাশিল্পের অবস্থা খারাপ এটা আমি স্বীকার করি। কিন্তু যদি এই মূহুর্তে সিনেমাশিল্পে বিনিয়োগ করা না হয় তাহলে সিনেমাগুলো কিভাবে টিকে থাকবে এবং এর সঙ্গে সম্পৃক্ত লোকজন ও অফিসগুলো কিভাবে তাদের কার্যক্রম পরিচালনা করবে। আর অবস্থা প্রতিকূল বলে তো সিনেমা নির্মাণ বন্ধ থাকতে পারে না।
★তাহলে কি আপনি ইচ্ছে করেই ঝুকিঁপূর্ণ বিনিয়োগ করছেন?
প্রশ্নের জবাবে আলিম উল্লাহ খোকনঃআমার মনে হয় না আমি কোনো ধরনের ঝুকিঁপূর্ণ বিনিয়োগ এই সময়ে করছি। কারণ আমার এই সিনেমার বাজেট যদিও কম কিন্তু তারপরেও আমার লগ্নিকৃত অর্থ তুলে আনার সব সমীকরণ মিলিয়েই আমি বিনিয়োগ করেছি। অন্তত প্রত্যাশামাফিক খুব বেশি লাভবান না হলেও আমার অন্তত লোকশান গুনতে হবে না।
★‘ময়না’ সিনেমার জন্য আপনি নতুন নির্মাতা কেন নির্বাচন করলেন?
প্রশ্নের জবাবে,আলিম উল্লাহ খোকনঃসবসময় যদি সুপরিচিত ও সিনিয়র নির্মাতাদের নিয়েই কাজ করি তাহলে নতুন নির্মাতা কিভাবে কাজের সুযোগ পাবে। আর আমি যাকে নির্বাচন করেছি তিনি সুস্থ ও বিকল্প ধারার চলচ্চিত্রের বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক চলচ্চিত্র প্রর্দশনীগুলোতে অত্যন্ত দক্ষতা ও সুনামের সঙ্গে বিভিন্নভাবে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। এছাড়াও একটি চলচ্চিত্র নির্মাণ থেকে শুরু করে সেই চলচ্চিত্রের আন্তর্জাতিক প্রচার প্রচারণার সংক্রান্ত তার যথেষ্ট জ্ঞান রয়েছে। মূলত সবদিক বিচার বিবেচনা করেই ‘ময়না’ সিনেমায় পরিচালনা করা জন্য মনজুরুল ইসলাম মেঘকে নির্বাচন করা হয়েছে।
★রাজ রিপাকে ‘ময়না’ সিনেমায় কাস্টিংয়ের জন্য কেন নির্বাচন করলেন?
আলিম উল্লাহ খোকনঃজাজ মাল্টিমিডিয়া সবসময় নতুনদের নিয়েই কাজ করতে সবচেয়ে বেশি আগ্রহী। আজকে ঢালিউডের অনেকেই আকাশছোঁয়া অভিনয়শিল্পী। তারা কিন্তু জাজ মাল্টিমিডিয়ার ব্যানারেই ঢালিউডে অভিষিক্ত হয়েছেন। তবে আমার বিশ্বাস ‘ময়না’ সিনেমায় অভিনয়ের পরে রাজ রিপাকেআর পেছনে ফিরে তাকাতে হবে না এবং সে তার নিজের একটা শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হবে।
★রাজ রিপাকে ঘিরে আপনার এত আত্নবিশ্বাসের কারণ কি?
আলিম উল্লাহ খোকনঃএকজন ভালো অভিনয়শিল্পী কিংবা একজন আকাশছোঁয়া নায়িকা হওয়ার মত সব মেধা ও গুনাগুন রাজ রিপার ভিতরে আছে। বিশেষ করে রাজ রিপা সময়কে খুব বেশি প্রাধান্য দিয়ে কাজ করে। যা একজন প্রযোজক হিসেবে আমার কাছে খুব ভালো লেগেছে।
★যেহেতু আপনার এই সিনেমার নির্মাতার দেশীয় ও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোর সঙ্গে কাজ করা অভিজ্ঞতা রয়েছে সেক্ষেত্রে ‘ময়না’ কি আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র উৎসবকে প্রাধান্য দিয়ে নির্মিত হচ্ছে?
প্রশ্নের জবাবে আলিম উল্লাহ খোকনঃকৌশলগত কারণে আমি সিনেমার গল্প ভবিষতের জন্য তুলে রাখতে চাই। তবে এতটুকু বলতে চাই নারীকেন্দ্রিক গল্পকে উপজীব্য করে নির্মিতব্য ‘ময়না’ সিনেমাটি যেমনি সব শ্রেণির দর্শকের সিনেমা হবে, তেমনি আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র উৎসবেও অংশগ্রহণ করার মত সিনেমা হবে।
★সিনেমায় কি কোনো আইটেম সং থাকছে?
প্রশ্নের জবাবে আলিম উল্লাহ খোকনঃআমাদের সিনেমায় যদিও তিনটি গান থাকছে। কিন্তু সেখানে কোনো আইটেম সং থাকছে না।
★ বর্তমানে ‘ময়না’ সিনেমার সর্বশেষ অবস্থা কি?
প্রশ্নের জবাবে আলিম উল্লাহ খোকনঃবর্তমানে ‘ময়না’ সিনেমার দ্বিতীয় লটের দৃশ্যধারণের কাজ চলছে।
★ ‘ময়না’ সিনেমা প্রেক্ষাগৃহে কবে নাগাদ উঠবে?
আলিম উল্লাহ খোকনঃযখনই সিনেমার কাজ শেষ হবে তখনই সিনেমা মুক্তি দেওয়া হবে। এক্ষেত্রে এটা বছরের নিয়মিত সময়ে হবে নাকি বিশেষ কোনো দিনে হবে তা সময়ই নির্ধারণ করবে।
#চলনবিলের আলো / আপন