বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ১২:৩৯ অপরাহ্ন

ই-পেপার

অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন মায়া মিতু

মোস্তাফিজুর রহমান উজ্জল, বিনোদন প্রতিবেদক:
আপডেট সময়: শনিবার, ২ এপ্রিল, ২০২২, ১২:২৯ অপরাহ্ণ

নতুন বেশ কিছু একক নাটক এবং ধারাবাহিক এ অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন মায়া মিতু। এর মধ্যে অভিনয় করছেন দীপ্ত টেলিভিশন এর জনপ্রিয় ধারাবাহিক নাটক “মান অভিমানে”। এটি পরিচালনা করছেন আশিস রায়। ধারাবাহিকটি রচনা করেছেন সরোয়ার সৈকত।

এ প্রসঙ্গে প্রতিবেদককে বলেন, “মান অভিমান” যখন প্রথম প্রচার হয় তখন আমি অভিনয় করিনি। ৮৬৬ পর্ব থেকে আমি যুক্তহই নার্সের চরিত্রে। সেখানে আমার সহকর্মী নার্স থাকে রানু, আমার চরিত্রটা ভিলেন টাইপ হওয়ায় তাকে প্রচন্ড হিংসা করি আমি, কারণ ধনী পরিবারের কেউ আমাদের হাসপাতালে আসলে রানুকে চিকিৎসার জন্য পাঠানো হয়, তাই আমার মাথায় সব সময় ঘুরপাক খায় কিভাবে রানুকে চাকরি থেকে বের করা যায়, এই ধারাবাহিকে অভিনয় করতে এসে সবাই মিলে বেশ আন্তরিকতা নিয়ে কাজটি করছি। আমাদের মধ্যে বোঝপড়াটাও চমৎকার। ফলে কাজ করার সময় অভিনয়টা বেশ উপভোগ্য হয়ে উঠে। অভিনয় করার আগে আমরারিহার্সেল করে নিচ্ছি।

এদিকে বৈশাখী টেলিভিশনে প্রচার চলতি ধারাবাহিক সাজ্জাদ হোসেন দোদুল পরিচালিত ‘জমিদার বাড়ি’-এ ও নিয়মিত অভিনয় করছেন মায়া মিতু। সামনে আরো কিছু ধারাবাহিকে অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করবেন বলে জানান মিতু।

সম্প্রতি মিতুর, বর্ণ নাত’র পরিচালিত “দুষ্টু ছেলে মিষ্টি মেয়ে” সহ বিভিন্ন ধরনের একক নাটক, শর্ট ফিল্ম এ অভিনয় করেছেন।
দীপ্ত টেলিভিশন এর জনপ্রিয় ধারাবাহিক নাটক “মান অভিমান” সর্বশেষ ৯৩২ পর্ব প্রচার হয়েছে টিভি পর্দায়।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর