সুন্দরী গ্ল্যামার গার্ল – লাক্স তারকা সুস্মিতা সিনহা টেলিভিশন মিডিয়ার এখন ব্যস্ত ও জনপ্রিয় একজন অভিনেত্রী। পাশাপশি মডেলিংও করছেন। সম্প্রতি তিনি একটি হিন্দী গানের মডেল হয়েছেন। গানটি গেয়েছেন ‘লাল শাড়ি পড়িয়া’, ‘ও পরান বন্ধুয়া’, ‘রক্ত আলতা পায়ে’, ‘যায়রে যায় কন্যা যায়’সহ আরও অনেক শ্রোতাপ্রিয় গানের কণ্ঠশিল্পী সোহাগ। বাংলা গানের জনপ্রিয়তার পাশাপাশি এবার তিনি শ্রোতাদের সামনে ভিন্নরুপে হাজির হচ্ছেন। এই প্রথমবার হিন্দি গানে কণ্ঠ দিলেন এই শিল্পী। ইমরানের কথায় গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন শিল্পী নিজেই।
সম্প্রতি ঢাকার বিভিন্ন মনোরম পরিবেশে গানটির মিউজিক ভিডিওর দৃশ্য ধারণ করা হয়েছে। এতে মডেল হয়েছেন লাক্স সুপার স্টার (২০১৪) এর সুস্মিতা সিনহা। তার সহমডেল হয়েছেন শিপন মিত্র। গানটির ভিডিও নির্মাণ করেছেন সামছুল হুদা।
সুস্মিতা সিনহা জানিয়েছেন, খুব শীঘ্রি এই মিউজিক ভিডিওটি ব্লু-ড্রিমের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।
#চলনবিলের আলো / আপন