সম্প্রতি বিডি২৯ মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে নতুন মিউজিক ভিডিও ‘রুপা বিবেকটা তোর মরে গেছে’। জসিম উদ্দিন আকাশের কথায় গানটিতে কন্ঠ ও সুর করেছেন ইমন খান। আর এটির সঙ্গীতায়োজন করেছেন রিয়েল আশিক। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সাইফুল ইসলাম। মিউজিক ভিডিওতে মডেল হিসাবে কাজ করেছেন সময়ের আলোচিত মডেল শাকিলা পারভীন। ভিডিওটি প্রযোজনা করেছেন জসিম উদ্দিন আকাশ।
গানটি নিয়ে গীতিকার জসিম উদ্দিন আকাশ বলেন, কন্ঠশিল্পী আকাশ মাহমুদ আমার লেখা গানটি অসাধারণ গেয়েছেন। রাজধানীর উত্তরার একটি শুটিং হাউজে গানটির মিউজিক ভিডিওর দৃশ্যধারন করা হয়েছে। সময়ের সাথে শ্রোতাদের চাহিদার বিষয়টি মাথায় রেখে গানটি লেখা হয়েছে। খুব সহজেই শ্রোতাদের হৃদয়ে ঠাঁই করে নেবে গানটি। তাছাড়া গানটির সুর, সংগীতায়োজন, মিউজিক ভিডিও সব মিলিয়ে ‘রুপা বিবেকটা তোর মরে গেছে’ গান ও ভিডিও চলতি সময়ের দর্শক – শ্রোতার মনে ছাপ ফেলবে বলেই আশা করছি।
পরিচালক বলেন, গীতিকার জসিম উদ্দিন আকাশের লেখনীতে গানটি সব কিছু মিলে দারুণ হয়েছে। মিউজিক ভিডিওতে মডেল হিসাবে কাজ করেছেন সময়ের আলোচিত মডেল শাকিলা পারভীন। আশা করছি দর্শকরা এটি সাদরে গ্রহণ করবেন।
মডেল শাকিলা বলেন, বেশ কিছু দিন বিরতির পর নতুন কোন গানে মডেল হিসেবে কাজ করেছি। গানের কথা এবং ইমন ভাইয়ের গাওয়া অনেক ভালো হয়েছে। বলতে গেলে নতুন গানটি খুব ভালো লেগেছে আমার। আশা করছি – মিউজিক ভিডিওটির গল্প আর গান সবার ভীষণ ভালো লাগবে।
গায়ক ইমন খান বলেন, জসীম উদ্দিন আকাশ ভাইয়ের লেখা গানটির কথা খুব আবেগী। যে কারণে ভীষণ দরদ দিয়ে গানটি গাইতে হয়েছে। জসীম ভাই দেশের বাইরে থাকেন। কিন্তু গানের প্রতি তার ভীষণ ভালোবাসা, আবেগ। যে কারণে গান লিখতে ভালোবাসেন, আমিও তার লেখা গান গাইতে স্বাচ্ছন্দ্যবোধ করি।
#চলনবিলের আলো / আপন