মঙ্গলবার (২৯ মার্চ) বিকেল সাড়ে ৫টায় সিলেট জেলা স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মঙ্গোলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি সরাসরি দেখা যাবে স্পোর্টস চ্যানেল টি-স্পোর্টসের পর্দায়। এছাড়া বাংলাদেশ বেতারে সরাসরি ধারাভাষ্য শোনা যাবে।
এর আগে গত সপ্তাহে মালদ্বীপের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের কোনো চ্যানেল না দেখানোয় বিড়ম্বনায় পড়েছিল বাংলাদেশি সমর্থকরা।
সমর্থকদের সুযোগ রয়েছে মাঠে বসে খেলা দেখার। ১০০ টাকা মূল্যের টিকিট ক্রয় করে গ্যালারিতে বসে উপভোগ করতে পারবেন বাংলাদেশ ও মঙ্গোলিয়ার এই ম্যাচ।
সিলেটের এই মাঠে চার বছর আগে আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল বাংলাদেশ। লাওসের বিপক্ষে সেই ম্যাচ জিতেছিল লাল-সবুজরা। আরও একবার সেই স্মৃতি ফিরিয়ে আনতে চায় স্বাগতিকরা।
হোম গ্রাউন্ডের সুবিধা কাজে লাগিয়ে মঙ্গোলিয়ার বিপক্ষে জয় তুলে নিতে চান বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। বলেন, মালদ্বীপের বিপক্ষে করা ভুল শুধরে ভালো কিছুর প্রত্যাশায় আমরা মাঠে নামব। যেহেতু হোমগ্রাউন্ডে খেলা, তাই আমার বিশ্বাস সেই সুবিধা কাজে লাগিয়ে আমরা জয় তুলে নিতে পারব।
২১ বছর আগে বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের বিপক্ষে ড্র করেছিল মঙ্গোলিয়া। আন্তর্জাতিক কোনো ম্যাচ থেকে সেবার প্রথম কোনো পয়েন্ট পেয়েছিল তারা। তাই প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশ বরাবরই তাদের কাছে রোমাঞ্চের নাম। সামনে জুনেই এশিয়ান কাপের বাছাই। তার আগে এই ম্যাচটি প্রস্তুতি হিসেবে দেখছেন মঙ্গোলিয়া কোচ।
#চলনবিলের আলো / আপন