শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৭:৩০ অপরাহ্ন

ই-পেপার

চাটমোহর থানার নবাগত ওসি’র সাথে রিপোর্টার্স ইউনিটি নেতৃবৃন্দের মতবিনিময় বৈঠক অনুষ্ঠিত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ৩০ জুন, ২০২০, ৯:৩৩ পূর্বাহ্ণ

চাটমোহর (পাবনা) প্রতিনিধি:

পাবনার চাটমোহর থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো: আমিনুল ইসলামের সাথে চাটমোহর রিপোর্টার্স ইউনিটি নেতৃবৃন্দের ২৯ জুন সোমবার সন্ধ্যায় শুভেচ্ছা মতবিনিময় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটমোহর সার্কেলের সহকারি পুলিশ সুপার মো: সজীব শাহরিন। সঞ্চালনা করেন ওসি (তদন্ত) মো: হান্নান মাহমুদ। বৈঠকের শুরুতে রিপোর্টার্স ইউনিটি নেতৃবৃন্দ নবাগত ওসি আমিনুল ইসলামকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন। মতবিনিময়কালে অতিথি সহকারি পুলিশ সুপার মো: সজীব শাহরিন বলেন, “আপনারা তথ্য সংগ্রহ করেন পত্রিকায় প্রকাশ করেন, আর আমরা সেই তথ্য অনুযায়ী আইন প্রয়োগ করি। আমাদের উভয়ের মূল লক্ষ্য মূলত: মানুষের সেবা দেয়া।” নবাগত ওসি মো: আমিনুল ইসলাম বলেন, “আমি কেমন, সেটা কাজের মাধ্যমে পরিচয় পাবেন।

 

চাটমোহর থানায় যতদিন থাকবো এলাকার আইন শৃংখলা রক্ষায় একজন দায়িত্বশীল পুলিশ অফিসার হিসেবে যথাযথভাবে দায়িত্ব পালন করবো। পুলিশ এবং সাংবাদিকের পেশাগত দায়িত্ব প্রায় একই সূত্রে গাঁথা। মাদকের সাথে কোনো আপোষ থাকবে না। আমি আপনাদের সাথে নিয়েই স্থানীয় মানুষের কল্যাণে কাজ করে যাবো।” চাটমোহর রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও সাপ্তাহিক সময় অসময় সম্পাদক কে. এম. বেলাল হোসেন স্বপন বলেন, “চাটমোহর উপজেলার মানুষ অত্যন্ত শান্তি প্রিয়। এখানে টাটকা সবজি এবং চলনবিলের টাটকা মাছের যথেষ্ট সুনাম রয়েছে। বর্ষাকালে চলনবিলের অপূর্ব প্রাকৃতিক দৃশ্য সকলকে আকৃষ্ট করে।” তিনি আরও বলেন, “সাধারণ মানুষ সমস্যা নিয়ে সরাসরি যেন আপনার সাথে দেখা করতে পারে, সে সুযোগ থাকা প্রয়োজন। থানা ক্যাম্পাস দালালমুক্ত থাকা বাঞ্ছনীয়।

 

থানার মধ্যে হাট-বাজারের পরিবেশ সৃষ্টি হলে সেবা গ্রহিতাদের বিব্রতকর অবস্থার মধ্যে পড়তে হয়।” এ সময় চাটমোহর রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি এস. এম. মনিরুজ্জামান আকাশ, সাধারণ সম্পাদক শেখ সালাহ্ উদ্দিন ফিরোজ, যুগ্ম সম্পাদক সঞ্জিত চক্রবর্ত্তী সোনা, সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন বাবু, কোষাধ্যক্ষ মো: শাহ্ আলম, কার্যনির্বাহী সদস্য নাহিদ হাসান আলোচনায় অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর