চলচ্চিত্রের পর্দায় ও মঞ্চে শিল্পীদের নাচ দেখে মুগ্ধ হন দর্শক। এই মনোমুগ্ধকর নাচের পেছনে মূল কাজটি করেন একজন কোরিওগ্রাফার অর্থাৎ নৃত্যপরিচালক। নাচতে গিয়ে তার ভাবনার প্রতিফলন ঘটান শিল্পীরা।বর্তমান সময়ে আমাদের দেশের জনপ্রিয় শিল্পীদের কোরিওগ্রাফি করেন ইভান শাহরিয়ার সোহাগ। তিনি এক ঝাঁক তারকার নাচের কোরিওগ্রাফি করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে।
জানা যায়, জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে যে সব শিল্পী দেশের জনপ্রিয় ও গুণী কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগের কোরিওগ্রাফিতে নেচেছেন তারা হলেন – রোজিনা, নুতন, সাইমন সাদিক, বিদ্যা সিনহা মিম, ইমন, পুজা চেরি ও দীঘি। এরা চিত্রনায়ক ফারুক ও চিত্রনায়িকা কবরীর জনপ্রিয় গানের সঙ্গে নাচেন। এছাড়াও চলচ্চিত্রের আরো কিছু জনপ্রিয় গানের সঙ্গে তাদের নাচতে দেখা যায়।
‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২০’ প্রদান করা হয় আজ ২৩ মার্চ (বুধবার)। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ । রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এটি অনুষ্ঠিত হয়।
সোহাগ জানান, বর্তমানে তিনি বেশ কিছু কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। টেলিভিশন চ্যানেলগুলোর বিভিন্ন অনুষ্ঠানের কোরিওগ্রাফি করছেন তিনি। তিনি মাত্র চার বছর বয়স থেকে নাচের মুদ্রার সঙ্গে যুক্ত হন বরিশালের খেলাঘর শিশু সংগঠনে নাচের শিক্ষার্থী হিসেবে। এরই মধ্যে তার হাতে উঠেছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ দেশি – বিদেশি সম্মানজনক অনেক পুরস্কার।
#চলনবিলের আলো / আপন