বসন্তের শেষভাগে এসে শুরু গরমের দাবদাহ। এই গরমে ত্বকের নানা সমস্যা দেখা দেয়। তাই এই সময়ে ত্বকের বিশেষ যত্ন নেওয়া জরুরি হয়ে ওঠে। সৌন্দর্য পিয়াসীরা ঘরোয়া বিভিন্ন উপাদান দিয়ে গরমে ত্বকের যত্ন নিতে পারেন। এই গরমে ত্বকের যত্নে কিছু জরুরি পরামর্শ দিয়েছেন সাবেক চিত্রতারকা ও আন্না’স মেকওভার স্টুডিওর স্বত্বাধিকারী বিউটি এক্সপার্ট নাহিদা আশরাফ আন্না।
দুধ – শশার প্যাক :
একটা শশা দুই টুকরো করে নিন। শশার মধ্যে দুই টেবিল চামচ দুধ বা গুঁড়ো দুধ ও কয়েক ফোঁটা লেবুর রস মেশান। ভাল করে মিশিয়ে সারা মুখে, গলায়, হাতে লাগান। শুকিয়ে গেলে ঠান্ডা জলে মুখ ধুয়ে নিন। এরপর নরম তোয়ালে দিয়ে মুছে নিন।
অ্যালোভেরা :
বাড়িতে অ্যালোভেরার গাছ থাকলে ভাল, তা না হলে দোকান থেকে কেনা অ্যালোভেরা কিনুন এবং সেটা দিয়ে জেল বানান। এরপর মুখে সেই অ্যালোভেরা জেল লাগিয়ে শুকোনো পর্যন্ত অপেক্ষা করুন। তারপর ঠান্ডা জলে ধুয়ে নিন। তবে সেনসিটিভ স্কিন যদি হয়, তাহলে অ্যালোভেরা পাতার সবুজ অংশ সরিয়ে জেলটা জলে ভিজিয়ে রাখুন। তারপর সেটা ব্যবহার করুন।
বেকিং সোডা :
তিন টেবিল চামচ জলে এক টেবিল চামচ বেকিং সোডা যোগ করে সেগুলো দিয়ে পেস্ট বানিয়ে নিন। এই পেস্ট মুখে লাগিয়ে রাখুন। পুরোপুরি শুকিয়ে গেলে তবেই ধুয়ে ফেলুন।
কলার মাস্ক :
কেউ কি সময়ের অভাবে খেতে ভুলে যান ? জানেন তো, ত্বকের যত্নের একটা বড় অংশ হল খাবার ? তাই খাবার খেতে ভুলবেন না। বাড়িতে আনা খাওয়ার কলা পুরোনো হয়ে কালো হয়ে গেছে ? তাহলে তার সঙ্গে মেশান এক টেবিল চামচ মধু, দু’ফোঁটা লেবুর রস। এগুলোর পেস্ট ১৫ মিনিট মুখে লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। এরপর মুখে হালকা ময়শ্চারাইজার মেখে নিন। এতে আপনার ত্বক উজ্জল হবে।
টোমাটো :
টোমাটো মুখের বাড়তি তেল শুষে নিয়ে ব্ল্যাকহেডস, ব্রণ দূরে করে। একটা মাঝারি টোমাটো আধখানা করে কেটে সেটা মুখে মাখুন। ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। সময় বের করে প্রতি সপ্তাহে একদিন এটা করলেই দারুণ ফল পাবেন।
অলিভ অয়েল :
এই গরমেও অনেকের ঠোঁট ফেঁটে যায়, সেক্ষেত্রে তারা অলিভ অয়েল সাধারণ লিপ বামের বদলে বেছে নিতে পারেন। অলিভ অয়েল মাস্ক ত্বকের যত্নে দারুন কার্যকরী। অলিভ অয়েলের সঙ্গে নারকেল তেল আর একভাগ মধু মিশিয়ে ঠোঁটে লাগিয়ে সারা রাত রেখে দিন। এতে ঠোঁট তুলতুলে নরম থাকবে।
লেবুর রস :
পাতি লেবুর গুন নিয়ে আলাদা করে কিছু বলার অপেক্ষা রাখে না। পাতি লেবুতে ভিটামিন সি থাকায় এটা বিশেষ গুন সমৃদ্ধ। সাধারণ পাতিলেবুর রসের সঙ্গে ব্যাসন মিশিয়ে মুখে লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন। লেবুর রস, গোলাপজল আর গ্লিসারিন সমান পরিমাণে মিশিয়ে মুখে লাগান। ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলবেন। মনে রাখবেন – পাতিলেবুর রস ব্রণ, গরমের ফুসকুড়ি কমিয়ে ত্বক সুস্থ রাখাবে।
আর হ্যাঁ, এই বিষয়ে আমার কাছ থেকে সরাসরি পরামর্শ নিতে চাইলে আজই চলে আসুন আন্না’স মেকওভার স্টুডিওতে (একিউপি শপিংমল,নিউ বেইলি রোড ১৪৩/২, মহিলা সমিতির উল্টো পাশে, ঢাকা।)
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। করোনা সবাই করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে চলুন। প্রয়োজনীয় নিরাপত্তা গ্রহণ করে নিজে ভালো থাকুন এবং পরিবারকে নিরাপদ রাখুন।
মডেল : তাসমিয়া টিনা
#চলনবিলের আলো / আপন