বৈশাখী টেলিভিশনের সামাজিক গল্পের নতুন নাটক’প্রাচীর’।
প্রচার হবে ২৪ মার্চ (বৃহস্পতিবার)রাত ১০.০০ টায়।বিআরবি নিবেদিত নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সজিব চিশতি।
অভিনয়ে-হাসান জাহাঙ্গীর,নাজিয়া হক অর্ষা,মুনিরা মিঠু,মৌ শিখা,শাহারিয়ার চয়ন আইভিসহ আরো অনেকে।
নাটকটির গল্প গড়ে উঠেছে সন্তানের প্রতি মায়ের মমতা ও ভালোবাসার ওপর।সন্তানের জন্য একজন মা কতটা ত্যাগী ও সাহসী হয়ে উঠতে পারে সেটাই এই গল্পের মূল বিষয়।
মা চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী মুনিরা মিঠু।মেয়ে চরিত্রে নাজিয়া হক অর্ষার অভিনয় দর্শকদের মন ছুয়ে যাবে।মেয়ের জামাই চরিত্রে হাসান জাহাঙ্গীর তার সেরা অভিনয়ের প্রতিফলন ঘটিয়েছেন।পারিবারিক কলহ আর মানঅভিমানের মধ্য দিয়েই এগিয়ে চলে নাটকের কাহিনী।
অভিনেত্রী মুনিরা মিঠু বলেন,সজিবের গল্পে কাজ করতে সব সময় সাচ্ছন্দ্যবোধ করি।প্রাচীর দর্শকের অন্তরে জাইগা করে নিবে এমনটাই প্রত্যাসা গুনি এই অভিনেত্রীর।
হাসান জাহাঙ্গীর বলেন,ভালো গল্পের কাজ করতে সব সময়ই মুখিয়ে থাকি।প্রাচীর গল্প প্রধান নাটক।সজিব অনেক পরিশ্রমী ও মেধাবী নির্মাতা।প্রাচীর নাটকটি মানুষ মনে রাখবে আজীবন।
অভিনেত্রী অর্ষা বলেন,প্রাচীর একটি পরিছন্ন গল্পের নাটক,নাটকটি সবার ভালো লাগবে বলে আমার বিশ্বাস।
#চলনবিলের আলো / আপন